কু্ষ্টিয়ায় বজ্রপাতে মারা যাওয়া পরিবারের মাঝে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান। 145 0
কু্ষ্টিয়ায় বজ্রপাতে মারা যাওয়া পরিবারের মাঝে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান।
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ার কুমারখালীতে বজ্রপাতে মারা যাওয়া ৩ পরিবারের সহযোগিতার হাত বাড়ালেন স্হানীয় প্রশাসন। সম্প্রতি বজ্রপাতে ৩ জন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়।
তারা তিনজনই পরিবারের উপার্জনক্ষম ছিলেন। কিন্তু বজ্রপাতে মারা যাওয়ায় পরিবারের উপর খড়গ নেমে আসে।
মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেয়া হয়।
কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান তাদের হাতে এ অর্থ তুলে দেন। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম ।কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম খান জানান,এর আগে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছিল।এছাড়াও তিন বিধবা মহিলাদের পূনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।